বারো নেতার মধ্যে স্থলাভিষিক্ত কে হবে:—

একমাস পরে লোকেরা বললো, ওহে জ্ঞানীগন তবে
নেতাদের মাঝে এবার তাহলে তার খলিফা কে হবে ?
যাহাকে আমরা উজিরের স্থানে করবো ইমাম জ্ঞান
আর তার দ্বারা আমাদের সব কাজ হবে সমাধান ।

আমরা সবাই তার হুকুমের করি যেন তাঁবেদারি
আশ্রয় নিয়ে তাহার হস্তে বায়াত হইতে পারি ।
যখন সূর্য অস্ত গেলো রে আঁধারে ডুবিলো মন
সূর্যের স্থলে এখন মোদের চেরাগের প্রয়োজন ।
যখন প্রিয়র চেহারা চোখের আড়াল হইয়া যায়
এ মন তাহার স্থানে কোন এক নায়েব দেখতে চায় ।
ফুল মৌসুম শেষ হয়ে গেল, বাগান বিরান পথে
ফুলের খুশবু কোথায় খুঁজবো? ফুল নির্যাস হতে ।
যেহেতু আল্লাহ্ প্রকাশ্যে হন না দৃষ্টিগোচর
কাজেই তাহার নায়েব সকল নবী-পয়গম্বর ।

না, না, আমি ভুল করিয়াছি তবে বুঝো না তোমরা ভুল
নায়েব হয়েও মনিব হইতে জুদা নয় একচুল ।
বাহ্যদর্শী থাক যতকাল ভিন্নতা দেখো চোখে
উভয়ই এক দেখতে পাইবে নিঃসীম নুরালোকে ।
যেমন তোমার বাহ্যিকভাবে দুইটি চক্ষু দেখি
কিন্তু তাহার জ্যোতির উৎস ভিতর হইতে একি ।
তাই তো যখন দুই চোখ কোন বস্তুর প্রতি দাও
একটি দৃশ্য দেখো নাকি সেথা দুইটি দেখতে পাও ।
যখন মানুষ চোখের জ্যোতির উপর খেয়াল করে
দুচোখে জ্যোতির মধ্যে কি কোন ব্যবধান ধরা পড়ে?

যদি তুমি কোন বাড়িতে দশটি প্রদীপ এনেছ তবে
তবে প্রতিটির আকৃতি হয়তো পৃথক পৃথক হবে  ।
হার্ প্রদীপের আলোর মধ্যে কোন ব্যবধান নাই
প্রদীপ গুলোর আলোর প্রতি কি লক্ষ্য করেছো ভাই?
ইহার মর্ম খুঁজিয়া পাইবে কোরআন পাক পড়ি
‘নবীদের মাঝে আমরা কোনোই ব্যবধান নাহি করি ।’
শত ছেব ফল গননা করলে শতই দেখতে পাবে
কিন্তু উহাকে রস করে নিলে দেখো এক হয়ে যাবে ।
অর্থের মাঝে নাই বন্টন আর পরিসংখ্যান
অর্থ যায় না টুকরা করা ও নাই তার পরিমাণ ।


(মাওলানা জালাল উদ্দীন রুমি রহ.-এর অমর গ্রন্থ মসনবী শরীফ অনুদিত)