নির্জন কোঠায় উজিরের আত্মহত্যা:—
তারপর গত চল্লিশ দিন দরজা বন্ধ রাখি
আত্মহত্যা করিল উজির উড়ে গেল প্রাণপাখি ।
যখন তাহার মরার খবর সকলের কাছে এলো
জনতার ভীড়ে কিয়ামতেরই মাঠ যেন হয়ে গেল ।
তার সমাধীতে বেশুমার লোক জমায়েত হয়ে যায়
চুল উপড়ালো, কাপড় ছিঁড়লো বিয়োগ যন্ত্রণায় ।
তাদের সংখ্যা কেবলমাত্র আল্লাহ্’ই জানে হায়
আরবী, তুর্কী এবং রুমি ও কুর্দি সম্প্রদায় ।
সমাধীর মাটি নিজের মাথায় নিজে নিক্ষেপ করে
হয়তো ইহাতে সান্ত্বনা পাবে তাহাদের অন্তরে ।
একমাস ধরে সমাধীর পরে ওইসব লোকজন
বিরহজ্বালায় করেছিল তারা অশ্রু বিসর্জন ।
তার বিচ্ছেদে কাঁদছিল খুব বেদনায় ঝরঝর
বাদশাই হোক, জনগণ হোক, ছোট হোক কি'বা বড় ।
(মাওলানা জালালুদ্দিন রুমি রহ.-এর অমর গ্রন্থ মসনবী শরীফ অনুদিত)