প্রত্যেক নেতাকে পৃথক পৃথক প্রতিনিধি নিযুক্তকরণ:—


তখন উজির সকল নেতাকে ডেকে নিয়ে নির্জনে
পৃথক পৃথক আলাপ করলো গোপনে তাদের সনে ।
একটা কথাই উজির সকল নেতাকে দেয় যে বলে
তুমিই খোদার নায়েব এবং আমার খলিফা হলে ।

আর বাকিসব নেতারা করবে তোমারই তাঁবেদারি
ঈসা সকলকে করে দিয়েছেন তোমারই অনুসারী ।
নেতাদের মাঝে তোমাকে মানতে কেউ অবাধ্য হলে
পাকড়াও করে হত্যা করিও, কি'বা বেঁধো শৃঙ্খলে ।
যতদিন আমি জীবিত একথা দিও না প্রকাশ করে
চেষ্টা করো না সরদারী আর ক্ষমতা লাভের তরে ।
মৃত্যু অবধি প্রকাশ করো না আমার গুপ্ত চাবি
নিজের জন্য করো না রাজ্য ক্ষমতালাভের দাবী ।
লও পুস্তক এখানে ঈসার ধর্ম বিধান আছে
ধর্মের বাণী পৌঁছায় দিও অনুসারীদের কাছে ।

সকল নেতাকে পৃথক পৃথক ডাকিয়া ইহাই কয়
তুমি ছাড়া আর খোদার ধর্মে নায়েব কেহ'ই নয় ।
সবারে গোপনে খেলাফত দ্বারা সম্মানিত ক’রিল
অবিকল কথা গোপনে সকল নেতাদেরকে ব’লিল ।
সকল নেতাকে একটি করিয়া পুস্তক করে দান
প্রতিটি বিধান-পুস্তক ছিল পুরোপুরি ব্যবধান ।
প্রতি পুস্তকে বিষয়বস্তু বিরোধী পরস্পর
যেমন হরফ ‘আলিফ’ ‘বা’ ‘তা’ ‘ছা’ দেখতে ভিন্নতর ।
এই পুস্তকে যে হুকুম ওই পুস্তকে বিপরীত
আমি বর্ণনা করিয়াছি এই বিরোধ বিস্তারিত্ ।

বিপরীত ছিল নির্দেশাবলি, সমস্ত আলোচনা
বৎস, আগেই করেছি উহার বিস্তার বর্ণনা ।


(মাওলানা জালালুদ্দিন রুমি রহ.-এর অমর গ্রন্থ মসনবী শরীফ থেকে অনুদিত)