উজিরের নির্জনতা ভঙ্গ সম্পর্কে মুরিদানকে নিরাশকরণ:—
তখন উজির ভিতর হইতে বলিল উচ্চস্বরে
ওহে মুরিদান, মনোযোগী হও বলি তোমাদের তরে ।
হজরত ঈসা আমার নিকট পাঠাইলো পয়গাম
সকলের থেকে দূরে সরে গিয়ে নাও তুমি বিশ্রাম ।
দেওয়ালের দিকে মুখ করে তুমি যাও নির্জনে বসে
এবার তোমার সত্তা হইতে নিজে থেকে যাও খসে ।
এরপর আর কথা বলিবার নাই যে অনুমোদন
আমার আর তো কথা বলিবার নাই কোন প্রয়োজন ।
বিদায় প্রিয়রা, মনে করে নাও আমি মৃত হয়ে আছি
ঈসার নিকটে আসবাব মোর উঠাইয়া লইয়াছি ।
আমি যেন এই অগ্নিগর্ভে জ্বালানী কাঠের ছুতো
দুখের আগুনে জ্বলেপুড়ে যেন না হই ভস্মীভূত ।
অতঃপর আমি যাইয়া বসবো ঈসাকে পার্শে করে
চতুর্থ ধাপে ওই আসমানে সুউচ্চতার পরে ।
(মাওলানা জালালুদ্দিন রুমি রহ.-এর অমর গ্রন্থ মসনবী শরীফ থেকে অনুদিত)