উজিরের জবাব, নির্জনতা ভঙ্গ করবো না:—

জবাবে উজির বললো, তর্কবিতর্ক করো শেষ
গ্রহণ করিও মনেপ্রাণে সব দিয়েছি যে উপদেশ ।

যদি বিশ্বাস করো আমাকেই, হিতাকাঙ্ক্ষীও জেনো
দোষারোপ নয়, যদি আকাশকে জমিন বলি না কেন ।
আমাকে তোমরা কামেল মানলে তবে কেন অস্বীকার
আর যদি আমি কামেল না হই, কারন কি বেদনার ?
আমি কিছুতেই এ নির্জনতা ছাড়বো না একচুল
কেননা, আমি যে আমার বাতেনী হালে আছি মশগুল ।


(মাওলানা জালালুদ্দিন রুমি রহ.-এর অমর গ্রন্থ মসনবী শরীফ থেকে অনুদিত)