উজিরের নিকট বাদশার গোপন পত্র প্রেরণ:—

বাদশা, উজির উভয়ে খবর আদানপ্রদান করে
ইহাতে কিছুটা সান্ত্বনা পায় বাদশার অন্তরে ।
খৃষ্টানদের ধুলোর সঙ্গে উড়ানোর উদ্দেশে
উজিরের কাছে বাদশা পত্র লিখিলেন অবশেষে ।
হে ভাগ্য চাঁদ, সুযোগ এসেছে সান্ত্বনা দাও মোরে
প্রশান্ত করো, খৃষ্টানদের স্ব-মূলে ধ্বংস করে ।

চেয়ে আছে পথ পানে মম চোখ অস্থির অন্তরো
সুযোগ হইলে পেরেশানি হতে জলদি মুক্ত করো ।
উজির লিখলো, হুজুর আমি তো সে কাজেই লেগে আছি
মনে করবেন খৃষ্টানগন ধ্বংসের কাছাকাছি ।

খৃষ্টান সম্প্রদায়ের বারো নেতার বিবরণ:—

খৃষ্টানদের মাথার উপর নেতা ছিল বারো জন
সম্প্রদায়কে করতো যাহারা শাসন, নিয়ন্ত্রণ ।
এক-এক দল একেক নেতাকে আমীর হিসাবে মানে
স্বীয় আমীরের অনুগত হয় পার্থিব কল্যাণে ।
এই বারো নেতা এবং এদের অনুসারী ছিল যত
হলো সকলেই সেই ধোঁকাবাজ উজিরের অনুগত ।

তাহার উপর দৃঢ় বিশ্বাসী হয়েছে সবার মন
সকলে তাহার প্রতিটি কাজের করতো অনুসরণ ।
যদিও উজির দল নেতাদের বলিত, মরিয়া যাও
সকলেই তারা জীবন ত্যাগিতে প্রস্তুত ছিল তা-ও ।
ফলতঃ সবারে ওই নালায়েক বশীভূত করে নিল
চতুরতা করে একটি ফেতনা সৃষ্টি করিয়া দিলো ।


(মাওলানা জালালুদ্দিন রুমি রহ.-এর অমর গ্রন্থ মসনবী শরীফ থেকে অনুদিত)