উজিরের খৃষ্টান-বিদ্বেষের কাহিনী:—
সেই উজিরের জন্মগতই বিদ্বেষী ভাব ছিল
বেহুদা নিজের নাককান সব বরবাদ করে দিলো ।
এ আশায় যেন, খৃষ্টানদের সাদাসিধে অন্তরে
হিংসার হুল এবং উহার বিষ ছড়াইয়া পড়ে ।
যেজন হিংসা পুষিয়া হৃদয়ে সত্যকে পায়ে ঠেলে
সে নিজেকেই নাককান হতে বঞ্চিত করে ফেলে ।
নাক তো সেটা যে, নিতে সক্ষম সত্য-ন্যায়ের ঘ্রাণ
যে-ই ঘ্রাণ তাকে দিয়েছে তাহার মাবুদের সন্ধান ।
ঘ্রাণ শুঁকিবার শক্তি নাই যে, সে হয় নাকবিহীন
প্রকৃত ঘ্রাণ ও খাঁটি সুগন্ধি আল্লাহ্ পাকের দ্বীন ।
(মুর্শিদ) ঘ্রাণ অনুভব করে কদর করে না যে-ই
না-শোকরী তার ঘ্রাণ-শক্তিকে বিনষ্ট করিবেই ।
শোকর করো, হও শাকেরের গোলাম বিনয়ী ভাবে
অলির সামনে মৃতবৎ হও, চিরজীবী হয়ে যাবে ।
উজিরের ন্যায় ডাকাতি করো না সূলুকের এই পথে
বিরত রেখো না কোন বান্দাকে হক ও নামাজ হতে ।
(মাওলানা জালালুদ্দিন রুমি রহ.-এর অমর গ্রন্থ মসনবী শরীফ থেকে অনুদিত)
মাত্রাবৃত্ত ছন্দ: ৬+৬+৬+২