মোর্শেদ অলির আনুগত্যের প্রতি উৎসাহ প্রদান:—
আল্লা'র ছায়া মোর্শেদ যিনি, ধরলে তাহার পথ
বাজে খেয়ালের চিকিৎসা হবে অলির তরবিয়ত ।
কামেল বান্দা আল্লাহর ছায়া, দুনিয়া হইতে মৃত
সর্বদা যার, চিন্তা ও ধ্যান মাওলা সম্পর্কিত ।
অতিসত্বর তুমিও তাহার শরণাপন্ন হবে
অন্তিমকালে বিপদ হইতে রক্ষা পাইবে তবে ।
কেমন করিয়া বিস্তার করে দিয়েছে প্রভুর ছায়া
আল্লাহর নূর আলোক পথের দিশারি আউলিয়ারা ।
আল্লাহর পথে রাহবর ছাড়া একা চলা খুব দায়
লক্ষ্য বানাও কেবল আল্লাহ্ ইবরাহিমের ন্যায় ।
যাও সূর্যের ছায়ার কুশলে সূর্যের সাথে মিলে
যাও হে বন্ধু, আত্মা মিলাও তাবরেজীরও দিলে ।
আর যদি এই মাহফিল পথ তোমার জানা না থাকে
তবে মাওলানা জিয়াউল হক জিজ্ঞাসা করো তাকে ।
যদি এ পথে হিংসা আসিয়া টুটি চেপে কভু ধরে
তবে মনে করো, এ কাজ করছে শয়তান অগোচরে ।
হিংসার ফলে শয়তান সে-তো হলো না সেজদা নত
নিজেই হইলো সৌভাগ্যের সহিত যুদ্ধে রত ।
হিংসার চেয়ে বেশি দূর্গম গিরিপথ আর নাই
হিংসা যাহার সাথী হয় নাই, সাফল্য পুরাটাই ।
এই দেহ হয় হিংসার ঘর, থেকো সদা সাবধান
হিংসার ফলে পীড়িত হয়ে পড়ে পুরা খান্দান ।
হিংসার ফলে ঘরসংসার বরবাদ হয়ে যায়
হিংসার ফলে বাজ ও শাহীন ঘৃণিত কাকের ন্যায় ।
রক্তে-মাংসে গড়া এ মানুষ হিংসা-দ্বেষের গেহ
অলির কুশলে পবিত্র করে দিয়েছেন এই দেহ ।
যে দেহ হিংসা, অহং, রিয়ায় পূর্ণ হইয়া ছিল
প্রভুর ফযল তার সবকিছু পবিত্র করে দিলো ।
পবিত্রতার বর্ণনা আছে, ‘তাহহেরা বাইতিয়া’
নূরের ভাণ্ড প্রস্তুত হলো মাটির খামিরা দিয়া ।
হিংসা হীন অলির সহিত হিংসা রেখো না তুমি
হিংসার ফলে কালো হয়ে যাবে তোমার হৃদয় ভূমি ।
কামেল অলির পদতলে বসে হয়ে যাও তুমি ধুলো
জীবনের বড় ক্ষতিকর এই হিংসার এক চুলো ।
(মাওলানা জালালুদ্দিন রুমি রহ.-এর অমর গ্রন্থ মসনবী শরীফ থেকে অনুদিত)
মাত্রাবৃত্ত ছন্দ: ৬+৬+৬+২