নাসারাগনের ইহুদি উজিরের অনুসরণ:—

নাসারারা সব হয়ে গেল ওই উজিরের অনুগত
জনসাধারণ মানার ক্ষেত্রে যাচাই করে না তত ।

সব অন্তরে তার ভালোবাসা জায়গা করিয়া নিলো
নায়েবে ঈসার পদমর্যাদা ধোঁকাবাজটাকে দিল ।
ভেতরে ভিতরে সে-তো দাজ্জাল বাহিরে লেবাসধারী
হে আল্লাহ্, তুমি সাহায্য করো বড় সাহায্যকারী ।
ওগো আল্লাহ্, মোদের ঘিরিয়া ফাঁদ পাতা শতশত
আর আমরা তো সম্বলহীন লোভী পাখিদের মত ।
নিত্যনতুন ফাঁদে আটকিয়া পড়িতেছি সহসাই
বিশ্ব জুড়িয়া নফসের ফাঁদ বাঁচিতে কোথায় যাই ?
হে আল্লাহ্, তুমি এক ফাঁদ হতে মোদেরে বাঁচিয়ে নাও
আমরা আবার অন্য ফাঁদে যে বাড়িয়ে দিচ্ছি পাও ।

যেমন, আমরা গম সঞ্চয় করিয়া ভরছি গোলা
সঞ্চিত গম হারিয়ে ফেলছি, থাকছে না এক তোলা ।
বলদের দল, এই চিন্তা-ও করি নাই এক রতি
ইঁদুরের সব ধূর্তামি, করে গমের বিপুল ক্ষতি ।
আমাদের গোলা অবধি ইঁদুরে গর্ত খুঁড়েছে হায়
এর জন্যই আমাদের গোলা শুন্য হইয়া যায় ।
হে মন, প্রথমে দুষ্কৃত এই ইঁদুর দমন কর
গম সঞ্চয় করার চেষ্টা করিস রে তারপর ।
নবীদের সেরা নবী আহমদ বলেন হাদিস পাকে
শুদ্ধ হবে না যদি নামাজেতে দিল হাজির না থাকে ।

ইঁদুর যদি না মোদের গোলায় চুরি করে কখনোই
তবে চল্লিশ বছর জমানো আমলের গম কই ?
যদি দৈনিক আমলের এক কণা সঞ্চয় হতো
এতদিনে তাহা হইতো বিরাট এক স্তুপে পরিনত ।
বহু স্ফুলিঙ্গ অগ্নি পাথর হতে নির্গত হয়
এ ভস্মীভূত দিল তা গ্রহণ, বহন করিয়া লয় ।
কিন্তু আঁধারে সবার আড়ালে চোর আছে লুকাইয়া
তারকারাজির পরে অঙ্গুলি রেখে দেয় নিবাইয়া ।
এক-এক করে সব তারকা'কে করে সে নির্বাপিত
যেন আসমানে হইতে না পারে প্রদীপ প্রজ্জ্বলিত ।

হে প্রভু, তোমার করুণা যখন আছে আমাদের সাথে
যতোই থাকুক কুখ্যাত চোর ভয় পাইবো না তাতে ।
যদি প্রতিপদে শতসহস্র জালও বিছানো রয়
তুমি আমাদের সঙ্গে থাকলে কিসের চিন্তা, ভয় ।
হে আল্লাহ্, তুমি প্রতি রাতে দেহ ঘুমের চাদরে ঢাকো
দেহের কপাট খুলিয়া রুহ'কে মুক্ত করিয়া থাকো ।
পিঞ্জরা হতে প্রতি রাতে রুহ পায় যে তখন ছুটি
মুক্ত সে রুহ শাসকও নয়, নয় শাসকের গুটি ।
কয়েদীগনের খবর থাকে না জেল আর জুলুমের
রাজা-বাদশার খবর থাকে না অতুল দৌলতের ।

মুক্ত রুহের চিন্তা থাকে না কখনো কোথাও কভু
তেমনি তো পারো রিপু হতে তুমি মুক্ত করিতে প্রভু ।


(মাওলানা জালালুদ্দিন রুমি রহ.-এর অমর গ্রন্থ মসনবী শরীফ থেকে অনুদিত)
মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২