কামেল পীর ও বাতিল পীরের পার্থক্য:—
মানুষের বেশ ধরে এ সমাজে বহু শয়তান আছে
অনুসন্ধান না করে কভুও যেও না ওদের কাছে ।
শিকারীকে দেখো, সময় সময় পাখির কণ্ঠ ছাড়ে
যেন ওই পাখি-শিকারী পাখিকে ধোঁকায় ফেলতে পারে ।
পাখিরা তখন স্বজাতির গলা ভেবে কাছে ছুটে আসে
অবশেষে ওই শিকারীর ফাঁদে ভীষণ বিপদে ফাঁসে ।
এভাবে ভণ্ড, কামেল পীরের কথা সুর চুরি করি
জনসাধারণ প্রভাবিত করে ওসব মন্ত্র পড়ি ।
প্রেম, হেদায়েতে ভরা কামেলের কর্ম ও আলোচনা
ধোঁকাবাজদের কর্মে কেবল লজ্জা ও প্রতারণা ।
ধোঁকাবাজ লোক পঙ্গু সাজিয়া ভিক্ষাবৃত্তি করে
মুসায়লামাকে আহমদ ভেবে লোকেরা ধোঁকায় পড়ে ।
নবী আহমদ এমন শরাব যার মেশকের ছিপি
মোসায়লামার মদের বোতল দুর্গন্ধের ঢিপি ।
(মাওলানা জালালুদ্দিন রুমি রহ.-এর অমর গ্রন্থ মসনবী শরীফ থেকে অনুদিত)
মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২