আমি বললাম, আহারে মরণ!
তুই তো চোখের জল ঝরাতে আসিস!
পাল্টা প্রশ্নে মরণ বললো,
তুই না তোর সে রব'কে ভালোবাসিস?
আমি বললাম, আমার রব-কে
জীবনের চেয়ে শতগুন ভালোবাসি
মরণ বললো, তাঁর সাথে তোকে
মিলিয়ে দেওয়ার ছুতো ধরেই তো আসি!
একবার নয় হাজারো মরণ
আসুক আমার জীবনের বাঁকে তবু
যেই মরণের ফলাফলে মোর
চোখের পাতায় সাক্ষাৎ আমার’ প্রভু।
তারিখঃ ০৯/১২/২০২২ইং
রাতঃ ১০:২৫ মিনিট।