কারবালাকে কেন্দ্র করে আশুরা শুধু নয়
আরো অনেক কিছু আছে অজানা মোদের রয়।
নিখিল-বিশ্ব সৃষ্টির সাথে আশুরা জড়ানো
আসমান-জমিন, পাহাড়-পর্বত এই দিনে গড়ানো।
আদি পিতা নবী আদম সৃজন হলেন যবে
ইতিহাসের পাতায় লেখা তাও এই দিনটাই হবে।
আদম নবীর জান্নাত প্রবেশ এই দিনে'ই হন বের
আদম-হাওয়া পৃথিবীতে মিলিত হলেন ফের।
নুহ নবী কিস্তির মাঝে সব ভাসলো প্লাবনে
জুদি পাহাড়ে কিস্তি ঠেকলো এই আশুরার দিনে।
খলিলকে আগুনে ফালায় নমরুদের কু'যুক্তি
মহান মাওলা এই আশুরায় দানেন তারে মুক্তি।
আইয়ুব নবীর বদন জুড়ে আঠারো বছর রোগ
এই দিনে তার শরীরেও সুস্থতা হয় ফের যোগ।
হজরত সুলাইমান নবীকে বসান সিংহাসনে
ইতিহাসের পাতায় দেখো এই আশুরার দিনে।
ইউসুফ নবী হারায় পিতার নামলো চোখে রাত
তিরিশ বছর পরে আবার আশুরায় সাক্ষাৎ।
ইউনুস নবী মাছের পেটে রইলেন অন্ধকারে
চল্লিশ দিন পরে মুক্ত হন দজলা নদীর তীরে।
ফেরাউনের কবল থেকে মুসা নবীর রক্ষা
ফেরাউন দল চুবনি খেয়ে পেল উচিত শিক্ষা।
ঈসা নবীর ধরার বুকে এই দিনে আগমন
ইদ্রিস নবীর আশুরাতে আসমানে উত্তোলন।
খায়বর, মাদায়েন, আরো যুদ্ধ ঘটে কাদিসিয়ায়
এসব যুদ্ধে মহররমেই পেলো মুসলিম বিজয়।
মহররমে আমার নবীর মদিনায় আগমন
নবী দৌহিত্র কারবালাতে হয় শাহাদাত বরণ।
সুন্দর বিশ্ব নিঃশেষ হবে ধ্বংস হবে এসব
কিয়ামত হবে এই দিনেই হুকুম দিলে ঐ রব।
এতকিছু ঘটলো বিশ্বে মহররমকে ঘিরে
জানান দিতে আসে এদিন মোদের ফিরে ফিরে।
পরিশেষে মহররমের দিয়ে যাবো দাওয়াত
পারলে কিছু ইবাদতের কাটাবো দিবস রাত।
তারিখঃ ০৮/০৮/২০২২ইং
রাতঃ ০২:২০ মিনিট।