তোমার হাসি দেখবো বলে
প্রাণ দিয়েছি কত
একটি সাগর খুন ঢেলেছি
হই নি তবু নত।
সবুজের মাঠ রক্তে ভিজলো
ভিজলো আঁচল মায়ের
কত বোনের আত্মচিৎকার
লাশও পায়নি ভায়ের।
অপেক্ষায় মা বসে আছে
বিজয় তুমি আসবে
তোমায় পেয়ে সবার দুঃখ
খুশির জলে ভাসবে।
নয় মাসের সেই ধ্বংসযজ্ঞ
মুক্তির লড়াই শেষে
বাংলাদেশের স্বাধীনতা
পেলাম অবশেষে।
হাসছে সবুজ, লাল পতাকা
বিজয়ের উল্লাসে
এলে তুমি মহান বিজয়
ডিসেম্বর এ মাসে।
তারিখঃ ১৬/১২/২০২২ইং
সন্ধ্যাঃ ০৫:৪৪ মিনিট।