সেজদা মাঝে হারিয়ে যাই আমি নিত্য দিন
সেজদাপুরীর জালওয়া জাহান একদমই যে ভিন।
এ কোন জগত নূরের আভায় পূর্ণ চারিদিক
ওই জাহানের খবর জানেন প্রেমের সাংবাদিক।
কপাল ঠেকায় যেই চরণে পাগল প্রেমিকগন
আত্মার ক্ষুধা মিটিয়ে দেয় মধুর আলিঙ্গন।
সেজদা ছাড়া প্রেম জগতের কামিয়াবি নাই
যতো চাওয়া এই জীবনের সেজদা করেই পাই।
সেজদা হলো মহান প্রভুর গোপন প্রেমের নীড়
এসো, সবাই মাওলা পেতে সেজদায় করি ভীড়।
তারিখঃ ২৮/১২/২০২২ইং
সন্ধ্যাঃ ০৬:৪২ মিনিট।