অসুস্থতা এক নেয়ামত
গুনাহ্ দেয় সব ঝেড়ে
প্রভুর দয়ার বারিধারা
সামনে আসে তেড়ে।
পুণ্য পুঁজি বেড়ে যাবে
জানি সবই জানি
প্রভুর লীলা রহস্য সব
মনে প্রাণে মানি।
কিন্তু মোরা দূর্বল অনেক
সহ্য সীমা অল্প
খানিক বিপদ হলেই ভাবি
নিঃশেষ হবে গল্প।
অসুস্থতার নিয়ামত আজ
আরোগ্যে বদলে দাও
সুস্থতা'ই চাইবো তব
আরো যা আছে তাও।
প্রভু! আমার মায়ের পায়ে
খানিক কষ্ট ব্যথা
হাসপাতালে মা'কে নিয়ে
এসেছি আজ তথা।
সয় না প্রাণে মায়ের কষ্ট
কিংবা আপনজনের
সুস্থ করো তাড়াতাড়ি
ইচ্ছে বড্ড মনের।
তারিখঃ ০৯/০৮/২০২২ইং
সকালঃ ১১:০৫ মিনিট।
মুকসুদপুর ডায়াবেটিক সেন্টার।