আর কতকাল মাটির তরে
জীবন করবি মাটি
এই দুনিয়া ক্ষয়িষ্ণু হায়,
নয় তো আসল ঘাঁটি ।
যেজন ছুটলো জীবন জুড়ে
তুচ্ছ মাটির পিছু
ওর হায়াতের আদ্যোপান্ত
পুরো একদম মিছু ।
এই দুনিয়া মোহনী এক
সুশ্রী বেশের নারী
ভালোবাসার লোভ দেখিয়ে
জীবন নিবে কাড়ি ।
যেজন দিলো ওর ফাঁদে পা
অজ্ঞতাকে পুষে
হিংস্র বাঘের মতন মারে
জীবন, যৌবন চুষে ।
চেয়ে দেখো, মাটির পাগল
ফেরাউনের দিকে
মাটি খেয়েই মরণ হলো
রইলো না তো টিকে ।
ভালোবাসা নেই দুনিয়ার
আছে কেবল ধোকা
ওর ফাঁদে পা দিবে যারাই
মস্ত বড়ো বোকা।
মাটির জীবন বরবাদ করে
মাটি রে মন দিয়ে
সুন্দর করে জীবন মনন
প্রেমের শরাব পিয়ে ।
মহান প্রভুর প্রেমের শরাব
জীবন করে তাজা
ভালোবাসায় জীবন করে
দো-জাহানে রাজা ।