ভালো তো লাগে না শহুরে জীবন এ বাস ট্রাকের জ্যাম
ভালো লাগে মোর সোনালী ফসল সবুজের ঘেরা গ্রাম।
বিস্বাদ লাগছে দালান-কোঠায় শহরের উঁচু বাড়ি
বিমুগ্ধ করে চক্ষু হৃদয় সবুজ গাছের সারি।
আমারই মনে পড়ে ছোট নদী চঞ্চল ঢেউ দোলা
হৃদয়ের মাঝে সাদা কাশবন যায় না যারে ভোলা।
হাজার সোভায় আমার ঐ গ্রাম ফুল, ফলে ভরে রয়
দেখে তা আমার হৃদয়ের টানে আঁখি ফেলা দায় হয়।
ভালোই লাগে না এই শহরের পাকা সব ফুটপাত
ভালো লাগে খুব ঘাস যে জড়ানো কাঁচা ওই মেঠোপথ।
মাটির মানুষ মাটির গ্রাম যে আমারই ভালোবাসা
শহর থেকে ঐ গ্রামটা আমার হাজার গুণেতে খাসা।
মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২
তারিখঃ ০৪/০৪/২০২২ইং
আলীপুর, ফরিদপুর।