জেনেশুনে মোরে ক্রয় করিয়াছ
আবার ফেলিয়া দিবে?
সব ত্রুটি জেনে লইয়াছ ওগো
সেহেতু ভালোবাসিবে ।
ত্রুটি-বিচ্যুতি শত আছে মোর
সবই তোমার জ্ঞানে
তবুও তোমার প্রেমের শিকল
পড়াইলে গর্দানে ।

যতদিন আমি বিক্রি হইনি
পুঁছে নাই কেউ মোরে
তুমি কিনতেই পরিচিত আজ
তোমার দয়ার জোরে ।
যতদিন আমি তোমার হইনি
মূল্য ছিল না, ছাই
অমূল্য ধন বানিয়ে দিয়েছ
মাটির এই সদাই ।

বিবেক আমার পিছে রয়ে যায়
প্রেমেতে ঊর্ধ্বে টানে
মুসার মতোন নিয়ে যায় তূরে
নূরের গুলিস্তাঁনে ।
তাঁর নূরে চোখ ঝলসিয়ে যায়
সে-কানন যেতে যেতে
কিছুটা আগুন জুটলো ভাগ্যে
তপ্ত হৃদয় পেতে ।

প্রেমের আগুন জ্বললো যখন
দাউদাউ করে বুকে
মাশুক ভিন্ন সব পুড়ে শেষ,
যা-ই ছিল সম্মুখে ।
‘লা’-এর ধারালো তরবারি তলে
সবকিছু খুন হলো
তারপর আর দৃষ্টিসীমায়
কেই-বা মজুদ র'লো ।

আল্লাহই শুধু রইলেন বাকি,
পুড়ে শেষ ছাইজাবা
হে প্রেম! তোমায় জানাই হাজার
মারহাবা, মারহাবা !

তারিখ: ২৭/১০/২০২৪ইং
দুপুর: ০২: ১২ মিনিট ।
বাঘাদিয়া জামে মসজিদ ।