অহংকার ভাই চূর্ণ করে
তোমার সকল মধুর বাঁধন
বিনয়ী মন প্রভুর প্রিয়
সফল হয় তাঁর সকল সাধন।
দম্ভ নিয়ে চললে ধরায়
ভালো কয় না কোন জনে
অহংকারীর বন্ধু হয় না
শত্রুতা হয় সবার সনে।
অহংকার আর দম্ভ করেই
ইবলিশ প্রভুর গোস্বায় পড়ে
বিতাড়িত, অভিশপ্ত
অহংকারী হওয়ার তরে।
মানুষ হয়ে বিনয়ী হও-
বাসবে সবে তোমায় ভালো
একাকিত্বের আঁধার ঘুচে
হৃদয় মাঝে জ্বলবে আলো।
হৃদয় জগৎ বানাও প্রেমের
ভালোবেসে পলে পলে
সবাই কাঁদবে তোমার মায়ায়
যেদিন তুমি যাবে চলে।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+৪
তারিখঃ ২৭/১১/২০২২ইং
বিকালঃ ০৪:২৫ মিনিট।