এসো বন্ধু! আর যেওনা
আঁধার পথের দিকে
সফলতা পাবে থাকলে
সত্যের পথে টিকে।
অন্ধকারে জীবন তোমার
হয়ে গেল কালো
পুণ্যবানদের জীবন দেখে
জ্বালাও হৃদে আলো।
আসবে ঊষা হাসবে রবি
তোমার জীবন জুড়ে
মানুষ হয়ে বাঁচলে ধরায়
যাবে স্বর্গ পুরে।
পাপের ফলে জীবন বিনাশ
ধ্বংস তুমি হবে
চাইলে চির সুখের আবাস
ফিরে আসো তবে।
মানুষ তুমি পৃথিবীতে
মানুষ হয়ে বাঁচো
সুন্দর জীবন গড়তে সদা
প্রভুর দয়া যাচো।
মানুষ তো হয় সচ্চরিত্র
সততার গুণ নিয়ে
বিশ্ববাসীর হৃদয় কাড়ে
ভালোবাসা দিয়ে।
হিংসা-বিদ্বেষ, অহংকারে
রয়না জীবন ভরা
মানব-প্রীতি সহিষ্ণুতায়
তাদের হৃদয় গড়া।
জীবন তো হায় কুকুর, শুকর
সকল প্রাণী কূলের
পশুর জীবন নোংরা অতি
মানব জীবন ফুলের।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ১৮/০৯/২০২২ইং
বিকালঃ ০৩:৫২ মিনিট।