নীড় খুঁজে নাহি পেলাম প্রেমের বাঁধবো কোথায় ঘর
খুঁজিয়াছি আমি জনমে জনমে প্রেমময় নেশাচর ।
বলখ দুলালী বেঁধেছিল যেথা প্রেমেরই আস্তানা
আমিও সেথায় খুলবো নিবিড় প্রেমের আড্ডাখানা ।
যেথায় চলে না মিথ্যা প্রেমের কৃত্রিম টালবাহানা
প্রিয় সাকি যেথা পেয়ালা সাজায় রুমির শরাবখানা ।
ওই নীল নভে নীল পর্দার আড়ালে যেজন আছে
খুব মায়া ভরে ডাকছে আমায় থাকতে তাঁহার কাছে ।
ডাক শুনে তাঁর অস্থির হয়ে ছুটি বেক্বারার মনে
ভালোবাসারই পাহাড় বানাই গহীন হৃদয় কোণে ।
ভাল্লাগে না তো আর কোন কিছু ভাল্লাগে শুধু তাঁকে
এতো মায়া ভরে অহর্নিশিতে আমারে যেজন ডাকে ।
হাতছানি দেয় বারেবারে তিনি দেখায় নূরানী ফুল
বলছে আমায় খুঁজে নে এবার রুমিদের ইশকুল ।
চাঁদ তারা আর নীল সরোবর পাঠ দিয়ে যায় মোরে
সকল সৃষ্টি চলছে ভালোই এক স্রষ্টার জোরে ।
কোথাও তো নেই অনিয়ম আর বিশৃঙ্খলা কভু
চলছে সবাই আপন কক্ষে হুকুমদাতা যে প্রভু ।
সেই শুরু থেকে আজও তেমনি আছে একরকমই
আকাশের ছাঁদ মেঘমালা আর এই পৃথিবীর জমি ।
এসব দেখিয়া পলে পলে মোর বিশ্বাস হয় দৃঢ়
খুঁজে পাই শেষে কাঙ্ক্ষিত সেই ভালোবাসার নীড়ও !
তারিখঃ ০৯/০৪/২০২৩ইং
রাতঃ ০৯:১১ মিনিট
ফকিরাপুল, মতিঝিল, ঢাকা।