ঘুমিয়ে রবে কতকাল সময় জেগে উঠার
বজ্র কণ্ঠে ধ্বনিত হোক আল্লাহু আকবার!
তেজস্বী বোন মুসকানের আলোড়ন শুনি
দিগ-দিগন্তে রব উঠেছে তাকবীরের ধ্বনি।
কালেমার নিশান উড়িয়ে ছুটে চলো দুর্বার
বজ্র কণ্ঠে ধ্বনিত হোক আল্লাহু আকবার!!
সকল প্রাণে সুপ্ত ঈমান উঠুক ফের্ জ্বলে
বীর-সেনানী খালিদ,ওমরের ঈমানী বলে।
হুংকারে করো ছারখার মসনদ বাতিলের
যার প্রতিধ্বনি শুনি প্রান্তে প্রান্তে বিশ্বের।
প্রতিধ্বনিত আওয়াজে শুনি যা বারংবার
বজ্র কণ্ঠে ধ্বনিত হোক আল্লাহু আকবার!!
আর কতটা থাকবে হয়ে পশ্চিমাদের দাস
আসো এবার মুক্ত হই গো আর নয় উদাস।
দেখুক বিশ্ব ঈমানী চেতন তেজস্ব নিঃশ্বাস
আমরা হলাম বদরী সেনা বুকে সে বিশ্বাস।
বাঁধো জলদি দামামা উঠাও জুলফিকার
বজ্র কণ্ঠে ধ্বনিত হোক আল্লাহু আকবার!!
তারিখঃ ১৩/০২/২০২২ইং