তোমার সোভা লুকিয়ে রয়
ফুলের কোমল ভাঁজে
তোমার রূপের খানিক ছিটায়
কৃষ্ণচূড়ায় সাজে ।
কসম প্রিয়র তাজাল্লীগাহ্
ফুলের শরীর পরে
ফুলের রূপে তোমায় দেখি—
একটু একটু করে ।
হয়তো আমার অন্ধ চোখে
দেখি না তো ভালো
তোমার প্রেমের শক্তি প্রিয়
দানে আমায় আলো ।
সবুজিমার কোমল কোলে
ধরার তিলে তিলে
চক্ষু থাকলে পর্দামুক্ত—
মাওলার দর্শন মিলে ।
অন্ধের সামনে আয়না ধরলে
দেখবে ও কী ছাতা
আলো নেই যে ওই জালেমের
হোক না আঁখিপাতা ।
থাকলে বুকে প্রেমের দৌলত
নূর দেন প্রভু তাকে
মাওলার নূরে দেখবে সেজন
এই পৃথিবীটাকে ।
তারিখ: ২৭/০৫/২০২৩ইং
বিকালঃ ০৪:৩৪ মিনিট।