বঙ্গবন্ধুর এই সোনার বাংলা
শেখ হাসিনার হাতে,
নিজেদের অর্থায়নে দেশটি
আজ উন্নয়নের পথে।
না খেয়ে আর অনাহারে তো
থাকবে না জনগণ,
হয়েছে আজ বাংলাদেশেও
কৃষিখাতে উন্নয়ন।
আধুনিক মেশিনারী এসেছে
অধিক ফলন নিয়ে,
রোদে পুড়ে সেই খাটুনি বন্ধ
কাস্তে, কোদাল দিয়ে।
হাতের কাজ মেশিন করবে
লাগবে না গায়ে কাদা,
নিশ্চিন্তে, সহজে কৃষিকাজ
করতে পারবে সর্বদা।
মেশিনে রোপণ, ঝাড়াই-মাড়াই
সাথে সাথে বস্তাবন্দি,
এ বিষয়ে ধারণা পেতে করো
কৃষি অফিসে সন্ধি।
এই প্রযুক্তি নির্ভরশীল কাজে
খরচটাও খুবই অল্প,
পরিমিত খাদ্য জোগাতে নেই
কোনকিছু এর বিকল্প।
কষ্ট কমবে কৃষক ভাইদের
ঝরবে না এতটা ঘাম,
প্রশিক্ষণ নিয়ে কাজ করলে
শুধু সফলতা, আরাম।
অর্ধেক মুল্যে সরকার দিবে
প্রযুক্তিগত মেশিন,
কৃষিখাতের উন্নয়নে সবাই
আজই অংশ নিন।
তারিখঃ ১১/০১/২০২২ইং
বিকালঃ ০৩:২৬ মিনিট।