কত আর দূর বলো, কত পথ বাকি
কতদিন পরে তবে দেখা হবে সাকি।
জীবনের পথ শেষে
ঠিক পাগলের বেশে,
ভালোবাসা বুক ভরে জমা করে রাখি।।
পথ যেন তাড়াতাড়ি হবে না রে শেষ
তোমাকে পাওয়ার পথে মজা আছে বেশ।
যে করিলো খোঁজাখুঁজি
বুকে নিয়ে প্রেম পুঁজি,
সেই বুঝি পৃথিবীতে সর্বসেরা লাকী।।
ভাবনার চেয়ে তুমি কোটি গুন ভালো
দেখিবো তোমায় প্রিয় চোখে নেই আলো।
উতলা ও নদী সুখে
সে নদী আমার বুকে,
তবু আজ পিপাসায় মরে প্রাণপাখি।।
কত সুরের মিতালী বেঁধে রাখি বুকে
সুর ছোটে আঁখি জলে ধোঁয়াওঠা সুখে।
সুখে ভরা মন তার
প্রিয় হয় যে তোমার,
ভালোবেসে জ্বলেপুড়ে করে ডাকাডাকি।।
তারিখঃ ১৮/১২/২০২২ইং
দুপুরঃ ০২:৪৩ মিনিট।
স্থানঃ নগরকান্দা থেকে মুকসুদপুর ফেরার পথে গাড়িতে বসে মোবাইল রেকর্ডে ধারণকৃত কবিতা।