পাপের ময়লা দাও ধুয়ে দাও
তোমার করুণা দিয়ে
পাপীতাপী তবু প্রিয় করে দাও
জান্নাতে পৌঁছিয়ে ।
কামাই করেছি জীবন ভরিয়া
পাপেরই সম্ভার
তবু আশা মোর এ-হৃদয় ভরা
তুমিই করিবে পার ।
বুকের ঈমান তোমারই দেওয়া
আমল কিচ্ছু নেই
তবুও সবার উর্ধ্বেই জানি
আল্লাহ তোমাকেই ।
তোমার মতোন হয় না কেহই
দুলোক ভুলোক মাঝে
তোমার মদদ আসছে মোদের
সকল কর্ম কাজে ।
হক তো তোমার মোদের উপর
অনেক অনেক বেশি
তবুও আমরা মানছি না রোজ
তোমার ফরমায়েশি।