জীবনের বাঁকে বাঁকে কত শত ভুল
তব ক্ষমা ছাড়া প্রভু নাহি কোন কূল।
পাপের সাগরে ডুবে এ জীবন শেষ
পাপের কারণে শুধু বাড়ে কষ্ট ক্লেশ।
পৃথিবী'টা মোহ মায়া, ছলনার ঘরে
করে যাই অবিচার আপনার পরে।
অন্ধের মতন চলি খুঁজি নাতো আলো
অমানিশা ঘিরে ধরে দেখি সব কালো।
নিজের পায়েতে নিজে মারিলে কুড়াল
কে তবে বাঁচায় মোরে মাড়িয়া উড়াল।
তুমি ভীন কেহ নাই এতটা আপন
ভয় আশা আছে তবু বুকেতে কাঁপন।
দয়ালু মায়ালু তুমি করে দাও মাফ
হৃদয়ের কলুষতা করে দাও সাফ।
অক্ষরবৃত্ত ছন্দঃ ৮+৬
তারিখঃ ২৫/১১/২০২২ইং
দুপুরঃ ১২:২৫ মিনিট।