মাওলা তোমার
নিগুঢ় প্রেমের
কি অনুপম শান,
সেজদার মাঝে
পান করাও গো
মধুর সরাবান।

ডুব দিয়ে হায়
সেই জাহানে
হেরি নূরের ধুম
জান্নাতেরই
স্বাধ পাই যখন
দেই চরণে চুম।

ভালোবেসে
কপাল রাখি
এই জমিনের পর
আনুগত্যের
দৃশ্য দেখো
কতোই মনোহর।

জায়নামাজে
কপাল নয়-তো
কপাল প্রভুর পায়
আদর করেন
ভালোবাসেন
রাখেন শীতল ছায়।