কত সাধনায় পাবো গো তোমায় আমার তপ্ত বুকে
সদা জাগ্রত রেখেছি তোমাতে জলে ভেজা চক্ষুকে ।
বুঝতে পেরেছি হৃদয়ে যেদিন তুমি ছাড়া কেহ নাই
সেদিন হতেই সন্ধানে আছি কোথায় প্রিয়কে পাই !
কলিজার খুন ঢালিয়া দুয়ারে খুঁজিয়া খুঁজিয়া মরি
জাগ্রত কিবা ঘুমের ঘোরেও হৃদয়ে তোমাকে স্মরি।