—তুমি পাখির মতো ভালোবাসতে পারবে আমাকে?
—কিন্তু আমি তো পাখি না।
—তাহলে প্রজাতির মতো তোমার রঙিন ডানা ছুঁইয়ে দিবে খানিকটা! অথবা মৌমাছির মতো কাছে এসে গান শোনাবে? যেমন ফুলের চারপাশে ঘুরে ঘুরে গান গায়।
আমি তৃষ্ণার্ত চাতকের ন্যায় চেয়ে থাকি। এক ফোঁটা বৃষ্টি হয়েই না হয় ছুঁয়ে যেয়ো।
আমি প্রতীক্ষায় থাকি কখন ঝড়ো হাওয়া বইবে!
তোমার নিশ্চুপ চাহুনি আমাকে হতাশ করে দিয়েছে, তবুও আশায় বুক বাঁধা। যখন প্রভাতের আলো ফুটবে, তুমিও গন্ধ ছড়িয়ে দিও আমার হৃদয় গহীনে।
মুগ্ধ হয়ে কবিতা লিখবো তার শিরোনাম হবে "তুমি"!
কবিতায় তোমাকে বন্দী করে রাখবো তখন।
তারিখঃ ০৪/১০/২০২২ইং
রাতঃ ১০:০০ মিনিট।