কেউ না দেখুক আমার কান্না
আমার চোখের পানি
প্রিয় মহিয়ান মুছে দিও মোর
জীবনের যত গ্লানি ।
তুমি আর আমি মাঝে কেউ নেই
নিঝুম রাতের ঘোরে
তোমার নিকট তোমাকেই চাই
নত সেজদায় পড়ে ।
এতটুকু দোয়া কবুল করো গো
পাপী বান্দার তরে
ওয়াদা দিলাম তোমার হয়েই
থাকবো জীবন ভরে ।
তারিখঃ ০৮/০৩/২০২৩ইং
রাতঃ ০৪:৪৩ মিনিট।