আমি হলাম জাতীয় ফল
ভাব তো নিতেই পারি
যারা দেখবে অশ্রদ্ধাতে
তাদের সাথে আঁড়ি।
আমার সাথে আমে আসছে
নিত্য করতে দ্বন্দ্ব
সে নাকি হায় অনেক ভালো
আমায় বলে মন্দ।
ঠুটি মেরে ভাঙছি ঠ্যাং তার
নাম হয়েছে ল্যাংড়া
আমার সাথে টক্কর দিবি?
তুই ব্যাটা এক চ্যাংরা!
জানিস আমার দাপট কত
এইতো আমার দেশে
জাতীয় ফল মান দিয়েছে
সবাই ভালোবেসে।
কাঁচা থাকতে তরকারি হই
পাকলে স্বাদের মেওয়া
সিজন আসলে আমায় চলে
জামাই বাড়ি দেওয়া।
এই ব্যাটা তুই গৌরব করিস
একটু স্বাদ আর সেন্টে,
আমি কাঁঠাল বার্গার হই আজ
নানান রেস্টুরেন্টে।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ২৩/১২/২০২২ইং
রাতঃ ০৮:১৪ মিনিট।