অপেক্ষার শেষে
তুমি যখন ডাকো
আমার সর্বাঙ্গ ‘কান’ হয়ে যায় ।