জীবন জুড়ে শুধুই আমার
ভুলের সমাচার
ভয় লাগে হায় রোজ হাশরে
ক্যামনে হব পার!
হিসাব যদি নাও গো প্রভু
বাঁচার উপায় নাই
রোজ হাশরের কঠিন দিনে
সহজ হিসাব চাই ।
মুছে দিও অপরাধ সব
আমার যতো দোষ
গোলাম পরে থেকো সেদিন
দয়াল তুমি খোশ !
ডান হাতে মোর আমলনামা
দিও কর্ম ফল
বাম হাতে না দিও আমার
ঝরবে চোখের জল ।
নবীর হাতের কাওসার তুমি
কোরো মোদের দান
পুলসিরাত পার করাইও গো
মাওলা মেহেরবান !
আমার পাপের জন্য তুমি
যদি থাকো রাগ
ক্যামনে আমরা পাবো তবে
সুখের স্বর্গ বাগ?
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+১
তারিখঃ ২৩/০২/২০২৩ইং
রাতঃ ১০:৪৫ মিনিট।