কালকে ছিল মেয়ের বিয়ে
কাজ ছিল মোর তাই,
ব্যস্ত ছিলাম অনেক বেশি
আসতে পারি নাই।
মেয়ের বিয়ে জানেন-ই তো
কাজ থাকে কত বেশি,
কোনমতে সামলে নিয়েছি
বলেন কী করে আসি।
তার সাথে কে যাবে আবার
আমাকেই সাথে দিল,
এজন্যই আবার একটি দিন
এভাবেই দেরি হল।
যাইহোক একটু জামাই বাড়ি
বেড়ায় আসলাম তাই
শশুর হয়ে জামাই বাড়ি
ভালো মন্দ খাই।
সবই ভালো হয়নি দেখা
কয়নি কথা বিয়াই,
কালকে ছিল মেয়ের বিয়ে
কাজ ছিল মোর তাই।
তারিখঃ ০৩/১২/২০১৮ইং
বাহিরদিয়া, সালথা, ফরিদপুর।