অবেলায় ছিলাম
বুকটা জুড়ে
ফুলগুচ্ছ হাতে,
জ্যোৎস্না হয়ে
তোমারই পাশে
নিঝুম রাতে।
অপেক্ষা শুধু গো
আমাকে নিয়ে
ঐ পথের বাঁকে
আজ বলো কেবা
সেই স্বপ্নগুলো
দু'বেলা আঁকে।
সু'দিনেই তুমি
প্রেয়সী মোর
আজ আর নেই,
ভুলে তো গেছো
তুমিও বুঝি
এই আমাকে'ই।
সেই কথাকলি
বাজে প্রাণে
তুমি হীনা
বাঁচা যে দায়,
কি আর বলবো
তোমাকে আমি
তুমি তো ভিন্ন
কারো নায়।
ভালোবাসার
পাত্র আজ
ঘৃণায় পরিপূর্ণ,
হৃদয় নামক
কাঁচের ঘর
অবহেলায় চূর্ণ।
তারিখঃ ২৩/০৮/২০২২ইং