চুমুর তৌফিক নেই
আরশের গায়
চুমুর সুযোগ আছে
জননীর পায়।
ভাগ্যবান হয় যারা
সেবা করে মা'র
মায়ের দোয়ার বলে
হয় সব পার।
বিপদে পড়িলে পথে
করে দোয়া মায়
তৎক্ষনাৎ রক্ষা করে,
প্রভু দয়াময়।
প্রভুর হুকুম মানো,
করো মা'র সেবা
জননীর সেবা ছাড়া
বড় হলো কে-বা?
জীবনের সফলতা
মায়ের দোয়ায়
সুখের আবাস মা'র
আঁচলের ছায়।
দোয়া করি হাত তুলে
ওগো দয়াময়
সুদীর্ঘ হায়াত যেন
পায় মোর মা'য়।
যতদিন বেঁচে রবে
ধরণীর পরে
মোনাজাত করে যাবে
আমাদের তরে।
তারিখঃ ২৫/১২/২০২২ইং