হৃদয় তোমার কারো প্রেমের
আগুন ভরা হলে
ডাকতে না আর আমায় কেহ
পাগল পাগল বলে ।
কেমনে কাটাই দিবানিশি
জ্বলে তিলে তিলে
বেঁচে আছি হর মুহূর্তে
ব্যথার আগুন গিলে ।
ভালোবাসি এমন কাউকে
যায় না তারে দেখা
ভালোবাসার ব্যথা নিয়ে
জ্বলে মরি একা ।
প্রেমের শরাব পান করিয়া
বিভোর হয়ে থাকি
পূর্ণ করেন প্রেম পেয়ালা
আমার প্রাণের সাকি ।