চন্দ্র রবির মতোই আমার
গ্রহণ লাগে যে প্রায়
কি বলবো আর সেই অনুভূতি
বোঝানো ভীষণ দায় ।
দুনিয়া আমার বেগানা লাগছে
তোমাকে বোঝার পরে
হৃদ-মন্দিরে সকল প্রতিমা
ভেঙে গেছে প্রেম ঝড়ে ।
মরুর বুকেও ঝরলো বৃষ্টি
ফুটলো হরেক ফুল
দেখালে যা তুমি নজিরবিহীন
হৃদয়ে বদ্ধমূল ।
এভাবেই তুমি কত পথিকের
পথ বের করে দিলে
জজবের নূরে আরিফকে বুঝি
তোমার করেই নিলে ।