আকাশে বাতাসে গোপনে প্রকাশে
তোমাকে খুঁজিতে থাকি।
হৃদয় জুড়িয়া জীবন ভরিয়া
তোমাকে স্মরণে রাখি।
ভুলিতে পারিনা এক নিমিষেও
প্রিয় হে তোমারে কভু
তুমি প্রিয়জন ভালোবাসো কত
তুমি তো আমার প্রভু।
চেয়েছি দিবাতে চেয়েছি নিশিতে
ডেকেছি হাজারো সুরে
হৃদয় খুলিয়া দু-চোখ মেলিয়া
চেয়েছি হৃদয় পুরে
খুঁজেছি সাগরে কত-যে নগরে
খুঁজেছি মরু কান্তে
অবশেষে পাই বুকের বাঁপাশে
তোমাকে গো একান্তে ।
আকাশে বাতাসে গোপনে প্রকাশে
তোমাকে খুঁজিতে থাকি।
সারাক্ষণ শুরু আমার এ মনে
তোমাকে স্মরণে রাখি।
তুমি যে আমার সেরা প্রিয়জন
কী করে ভুলিয়া থাকি
প্রাণের বাঁধন তোমার সাথেই
তুমি তো মহান সাকি!
শয়নে স্বপনে হৃদয় জবানে
তোমাকেই শুধু জপি
পানাহ চাইগো দোজখের থেকে
যে ভয়ে সদাই কাঁপি।
তোমার দুয়ারে অশ্রু ঝরাই
কাঁদি আমি চুপিচুপি।
ক্ষমা চাই সব ভুলের জন্য
আমি যে ভীষণ পাপি।
তুমি মহিয়ান তুমি গরিয়ান
সব ভুল করো মাফি
দো-জাহানে তুমি আপন হলেই
আমার জন্য কাফি।
তারিখঃ ০৮/০৮/২০২০ইং