ডেকো না আমায় কভুও তোমরা
আর কোন মজলিসে
আছি তো আমার প্রিয়র সঙ্গে
এই মজা আর কীসে!
পৃথিবীটা মোর আবাসস্থল
থাকি না এখানে আমি
ভালোবেসে তাঁর নিকটে রাখেন
আমার জগৎ স্বামী।
দু'আ মুনাজাত কান্নাকাটির
ধুমধামে চলে রোজ
প্রতিদানে দেন দিলেন 'সুকুন'
প্রাণের ক্ষুধার ভোজ।
তৃপ্ত হলাম তোমার প্রেমের
খানিকটা সুধা পেয়ে
তোমার পাশেই রাখবে আমায়
সে আশায় রই চেয়ে।
না যাই কভুও নফসের টানে
তোমার থেকে গো সরে
তুমিহীন প্রিয় প্রাণ থাকিতেই
সত্যি যাবো যে মরে।
হতে চাহি রোজ জিন্দা শহিদ
প্রেমের-ই খঞ্জরে
থেকো প্রিয় তুমি খুব গোপনীয়
বুকের-ই পিঞ্জরে।
তারিখঃ ১২/১২/২০২২ইং
রাতঃ ০৮:২৫ মিনিট।