বর্ষিত হয় প্রভুর
রহমের ধারা
সেজদায় নত শীর
পেয়ে যায় তারা।
দয়ার পরশ দেন
প্রভু নিজ হাতে
গোপনে দু'হাত যদি
দরবারে পাতে।
তোমায় আমায় ডাকে
দিয়ে হাতছানি
দিলে সারা মুছে যাবে
পাপাত্মাের গ্লানি।
এসো বন্ধু তাড়াতাড়ি
চেয়ে নিতে ক্ষমা
ক্ষমার আলোয় করো,
জীবন সুষমা।
তারিখঃ ০৮/০১/২০২৩ইং
সন্ধ্যাঃ ০৭:০০ মিনিট।