জীবন প্রদীপ নিবুনিবু মোর
ক্ষীণ আলো তার জ্বলে
আচানক সেটা নিভে যাবে হায়
মরণের হাওয়া এলে।
গভীর নিশীথে মোমের আলোর
মতোন জীবন বাতি
নিভাইয়া দিবে দমকা হাওয়া
এসে কোনো এক রাতি।
জোয়ানী ফুরালো জীবন নদীর
আসিয়া পড়িল ভাটা
শুকনো জমিনে রোদ উত্তাপে
ধরিল এবার ফাটা।
পায়ে জোর নেই ব্যথা গিঁটে গিঁটে
কমছে বাহুর বল।
চলে না শরীর সামনে আর তো
লাগে বড়ই অচল।
সদ্য জনম নেওয়া শিশুকে
আদর করছে কত
এমন সময় এই জীবনের
হয়ে গেছে জানি গত।
আজকের আমি বৃদ্ধ মানুষ
অবসর দিল কাজে
চারদিকে দেখি শুধুই আমার
মরণের সাজ সাজে।