দিনশেষে আমি ফিরে আসি তবু
তোমার দুয়ারে ভুল বুঝে
দু'ফোঁটা অশ্রু নজরানা দিয়ে
জান্নাতি সুখ পাই খুঁজে।

পাপের সাগরে ডুবে ডুবে আজি
আমার আত্মা মৃতপ্রায়
দয়ার হস্তে ধুয়ে মুছে দাও
পাপের সকল অধ্যায়।

তোমাতে আমাতে কত ভালোবাসা
কত মধুময় প্রেম-প্রীতি
প্রেমিক জনের প্রাণ জুড়ে থাকো
এটাই তোমার শাহী রীতি।


অশ্রুতে তুমি এতো সুধা রাখো
জানিনি সেটাতো প্রভু আগে
এ অশ্রু দিয়ে ভালোবাসিতে যে
আজীবন আশা প্রাণে জাগে।