(০১)
রাত গেলে ভোর হয়
পৃথিবীর পরে
ভোর আর হয় না'রে
কবরের ঘরে।
কেঁদে উঠে ভাঙা মন
কী জানি কী হয়
ক্ষমা করে দিও মোরে
ওগো দয়াময়!
পাপ কাজে এ জীবন
হয়ে গেল ক্ষয়
তাওবা কবুল হলে
লভিবো বিজয়।
ক্ষমা চাই ক্ষমা করো
দেখে আঁখি জল
তুমিহীন এ জীবন
পুরোটা বিফল।
সফলতা আছে শুধু
তোমার আঁচলে
সে ছায়ায় ঠাঁই চাই
প্রতি পলে পলে।
হাশরের দিনে দিও
আরশের ছায়া
জান্নাতী করিও প্রিয়
করে তুমি মায়া।
অক্ষরবৃত্ত ছন্দঃ ৮+৬
তারিখঃ ২৫/১১/২০২২ইং
রাতঃ ১২:২৪ মিনিট।
(০২)
বেঁচে থাকি পৃথিবীতে
তোমার স্মরণে
ভালোবেসে ডুবি নিত্য
রাঙা সে চরণে।
ভুলে যদি থাকি ওগো
লাগে সত্যি মরা
বলি, প্রিয় প্রেমাগুনে
বুকটা মম ভরা।
সিংহাসনে অধিষ্ঠরা
অতি তুচ্ছতর
তুমি প্রাণে এ কারণে
আমি উচ্চতর।
হিরা মনি মুক্তা হতে
তুমি বেশি দামী
হৃদয়ে তোমায় পেয়ে
কত ধনী আমি?
তোমাতে জীবন দিলে
আমি কামিয়াব
তোমারি হয়ে থাকার
দানো সে স্বভাব।
তোমাতে অর্জিত মোর
কত যে বিজয়
প্রিয় হারিয়ে না যেন
শোক সভা হয়!
ফের যদি ভুলি আমি
ঘিরিবে মরণে
বেঁচে থাকি পৃথিবীতে
তোমার স্মরণে।
অক্ষরবৃত্ত ছন্দঃ ৮+৬
তারিখঃ ২৫/১১/২০২২ইং
রাতঃ ০২:৫০ মিনিট।