আমি তোমাকে দেখেছি বহুরূপে বহুবার
কখনো হস্তে পুষ্পাঞ্জলি কখনো নাঙ্গা তলোয়ার।
সেদিনও দেখেছি মায়াবিনী হরিণীর চোখে
চাহনিতে মাদকতা বয়ে আনলো তীব্র মম বুকে।
তোমারই অগ্নিশর্মা জ্বলজ্বলে ভয়াল দর্শনে
হৃদয় মম চিঁড়তে দেখছি বিষাক্ত খঞ্জরের কর্ষণে।
জানি না তব পুষ্পশর মোহের না ক্রোধের
আপনা সাজাতে নব পল্লবে না ইচ্ছে তব বধের?
আমি অজ্ঞাত প্রণয়ের শঙ্কায় বাঁচি তবু আশে
নির্মিত হবে প্রেমের প্রাসাদ অপেক্ষার অবশেষে?
আপনাকে দিয়েছি রে ভয়াল অগ্নিতে সঁপে
পেয়ারের ছোঁয়া পাবো নাকি জ্বলবো অগ্নি তাপে?
যেতে চাও যেতে পারো ডাক না দিয়ে মোরে
বিদায়ের চিরকুটে জ্বেলো না অগ্নি মম অন্তঃপুরে।
বুঝতে দিও না বসন্ত বিদায় কাননে নেই ফুল
সইতে পারবে না ভ্রমরে হৃদয়ে বিদ্ধ বিষাক্ত শুল।
তারিখঃ ০১/০৭/২০২২ইং
রাতঃ ১০:০০ মিনিট।