কী মজা কী শান্তি প্রভু— তোমার অপেক্ষাতে
তোমার ইয়াদ খুব আনন্দে রাখে দিবা-রাতে ।
এতো মজা এতো দাপট নাই গো সিংহাসনে
তোমার প্রেমে পৌঁছে দেয় গো এত্তো উচ্চাসনে ।
প্রেমের লাগি সাজিয়েছ সুন্দর পৃথিবীকে
প্রেম শেখাতে প্রেমের গুরু পাঠাও দিগ্বিদিকে ।
আমাদেরে প্রেম শেখালেন শেষ যামানার নবী
তাঁর শেখানো প্রেমে তোমায় বুকে অনুভবি ।
তোমার হয়ে বাঁচার ইচ্ছে পুষছি আমার প্রাণে
তোমায় পাবো, পাশ করিলে প্রেমের ইমতিহানে ।
শর্ত দিলে সব ত্যাগিয়া তোমার হয়ে থাকা
হিম্মত দিয়ো ধৈর্য দিয়ো, নিয়ত আমার পাকা ।
টানছে আমায় ভীষণভাবে পাপের ঘূর্ণিপাকে
সয়তান চায় রোজ ধ্বংস করতে আমার লক্ষ্যটাকে ।
হারাম বস্তু সুন্দর করে দেখায় আমার চোখে
বরবাদ করতে চেষ্টা যত আমায় উভয়লোকে ।
জীবন চলতে না ফেঁসে যাই শয়তানের ওই জালে
মাওলা তুমি রক্ষা করো আমায় সর্ব হালে ।
প্রেমের এক্সাম সহজ করো মেহেরবানীর জোরে
পাশ করিয়ে শীর্ষ প্রেমিক, হিসাবে নাও ধরে ।
সফল যারা তোমার পথে— চালাও তাদের সাথে
কবুল করো তাদের রঙ আর ঢঙের অজুহাতে ।
তারিখ: ০৪/০৯/২০২৩ইং
সন্ধ্যা: ০৭:৪৪ মিনিট।
বাঘাদিয়া জামে মসজিদ।