ভালোবাসি সত্যি আজো বাস্তবে আর কল্পনায়
তোমায় রাখি হৃদ আঙিনার উঠোন জুড়ে আলপনায়।
তোমায় রাখি চোখের পাতায়, ভালোলাগার এলবামে
তোমায় নিয়ে স্বপ্ন দেখি জীবন সুখের সংগ্রামে
মেঘের ছায়া ভাবি তোমায়, বৃষ্টি হয়ে নামবে?
হয়তো তোমার অভাব এলে দুঃখে জীবন ঘামবে।
তোমায় ভাবি দক্ষিণা ওই ক্লান্তি কাটে যেই বাতাসে
তোমায় ছাড়া দেহ-মনন হয়ে যায় একদম ফ্যাকাসে।
তুমি ছড়াও চাঁদের জ্যোৎস্না তারকাদের মেলায়
তুমি রবির স্নিগ্ধ আলো আমার ভোরের বেলায়।
মনের ঘরে রাত দুপুরে সাজাও বাসর ফুলের
তুমি আমার সব সমাধান মোর আসন্ন শত ভুলের।
তোমায় রাখি ডাইরি জুড়ে আমার প্রতি ছন্দে
তোমায় রাখি ফুলদানিতে গোলাপ, বেলীর গন্ধে।
তোমায় ভাবি সুরের যন্ত্র, আমার গাওয়া গানে
তোমায় রাখি সংগোপনে, বিশ্বে কেউ না জানে!
তারিখঃ ০৫/০৯/২০২২ইং
বিকালঃ ০৫:৪২ মিনিট।