কাল বিকাল আর আজ বিকালটা
অনেক ডিফারেন্স,
কারণ তুমি অনেকটা বেশি
হয়ে গেছো প্রিয় চেঞ্জ!
কাল বিকালটা সুন্দর ছিল আমার
তুমি পাশে ছিলে বলে,
আর আজ বিকালটা শুষ্ক বড়ই
কারণ, তুমি চলে গেলে!
কালকের আকাশটা ছিল কতো
দারুণ চমৎকার,
আজ এই হৃদয় আকাশটায়
কেবলই হাহাকার!
এই শস্য ক্ষেতটা ছিল কালকে
রঙিন আভাঁয় ভরা,
আজ এই শান্ত বিকালেও
লাগে নিদারুণ খরা!
একলা আমার পথ ও প্রান্তে
দূর্বা ঘাসের ছোঁয়ায়,
খুঁজে পাই যেন কল্পনাতে ওগো
খুব নিকটে তোমায়।
তুমি লুকিয়ে ছিলে আমার
প্রাণের প্রতিটি কোঠায়,
মিশে ছিলে আমার শোণিতের
প্রতি ফোঁটায় ফোঁটায়!
ভাবিনি তো আগে তোমায় কভু
ছেড়ে দূরে থাকতে হবে,
ছিড়ে যাবে বন্ধন জানলে হয়তো
কাছে আসতাম না তবে।
কিন্তুু জানিতো তুমি আজ বহুদূরে
এই যে আমার নাগালের,
তুমি ভাবোনি একটুও একথা
কী হবে এ পাগলের?
বলেছিলে ভালোবাসবে আর
দিলে কেবলই ধোঁকা,
বলেছিলে চিরসঙ্গী হবে আর
করে দিলে আমায় একা।
যাইহোক তুমি হারিয়ে গেলে প্রিয়
সেই অজানা অচেনায়,
শেষ কথা লিখে দিলাম তোমার
হৃদয়ের ঠিকানায়!
তারিখঃ ০৩/১২/২০২১ ইং