হটাৎ করে খাঁচার পাখি
শূন্যে উড়ে যাবে
সেই কথাটা তোমার আমার
হৃদয়ে কি ভাবে?
টাকা-পয়সা বাড়ি-গাড়ির
থাকবে না হায় খবর
হর্ মুহূর্তে তোমায় দেখো-
ডাকছে আঁধার করব।
এখনো মন ভাবছো শুধু
কাল এলে কী খাবে....।।
আজরাইল এসে তোমার
নিবে জীবন কাড়ি
খালি হাতে দিবে রে মন
পরপারে পাড়ি।
একলা ঘরে থাকবে পড়ে
সঙ্গী না কেউ পাবে....।।
সময় থাকতে সম্বল গোছাও
শান্তি চাও গো যদি
প্রভুর বন্ধু হলে তোমার
মিলবে সুখের গদি।
গুনাহগারের জন্য শুধুই
আজাব বেড়ে যাবে....।।
দোযখে দুখ জান্নাতে সুখ
ঠিকানা এই দুটি
সময় থাকতে সুখের আবাস
জলদি নাও গো লুটি।
ফুরালে হায় জীবনবেলা
সবকিছু হা'রাবে...।।